ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরানী বিমানে সাইবার হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ২১ নভেম্বর ২০২১ | আপডেট: ২৩:২১, ২১ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ইরানের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন সংস্থা মাহান এয়ার জানিয়েছে, তারা রোববার সাইবার হামলার শিকার হয়েছে। বেশ কয়েকবার কোম্পানিকে লক্ষ্য করে সাইবার হামলার পর এটি ছিল সর্বশেষ হামলা।

কোম্পানি এক বিবৃতিতে বলেছে, ‘মাহান এয়ারের কম্পিউটার সিস্টেম নতুন আক্রমণের শিকার হয়েছে।’ 

‘দেশের বিমান পরিবহন শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে এটি ইতোমধ্যে বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে যে, তাদের সকল ফ্লাইট নির্ধারিত সময়ে যাতায়াত করেছে তবে, ওয়েবসাইট ডাউন ছিল।

মুখপাত্র আমির হোসেন জোলানওয়ারী রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, ‘আমাদের ইন্টারনেট নিরাপত্তা দল সাইবার হামলাকে ব্যর্থ করেছে।’

মাহান এয়ার হলো ইরানের প্রধান জাতীয় বিমান পরিবহন ইরান এয়ার-এর পর দ্বিতীয় বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা। এটি ২০১১ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু ইরানী কোম্পানির কালো তালিকাভূক্ত একটি ডমেস্টিক পরিবহন। এটি ইউরোপ ও এশিয়ার গন্তব্যগুলিতে সেবা দেয়৷

ইরান গত মাসে তার পেট্রোল বিতরণ ব্যবস্থায় সাইবার হামলা জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে যা দেশব্যাপী জ্বালানী পাম্পে বিপর্যয় সৃষ্টি করেছিল।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি