ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে অ্যামাজনে গাঁজা বিক্রির অভিযোগ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২২ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

অনলাইনে গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে জনপ্রিয় ই-কর্মাস অ্যামাজনের বিরুদ্ধে। 

ভারতের মধ্য মধ্যপ্রদেশে গত ১৪ নভেম্বর ২০ কেজি মারিজুয়ানাসহ দু’জনকে গ্রেফতার করা হয়। পরে জানা যায়, তারা অ্যামাজন ইন্ডিয়ায় গাঁজা অর্ডার করেছিলেন; উদ্দেশ্য ছিল- সেই গাঁজা খোলাবাজারে বিক্রি করা।

এরপরই প্রশ্ন ওঠে- নিষিদ্ধ মাদক কীভাবে বিক্রি হতে পারে এমন নামকরা ই-কমার্স প্ল্যাটফর্মে।

পুলিশের জেরায় গ্রেফতারদের বক্তব্যে অসঙ্গতি মেলে। সত্যি ঢাকতে তারা একই প্রশ্নের আলাদা উত্তর দিয়েছিলেন। ফলে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের আওতায় অভিযোগ তোলা হয়েছে অ্যামাজন ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টরদের বিরুদ্ধে এবং তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

তবে অ্যামাজন ইন্ডিয়ার ক’জন কর্তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে, তা জানা যায়নি। 

তদন্তে বেরিয়ে এসেছে বড় তথ্য, আর তা হলো- কমপক্ষে এক হাজার কেজি মাদক বিক্রি হয়েছে অ্যামাজনের মাধ্যমে, যার মূল্য আনুমানিক এক লাখ ৪৮ হাজার ডলার।

এ বিষয়ে অ্যামাজন জার্নিয়েছে, নিষিদ্ধ কোনও পণ্য বিক্রির অনুমতি তারা দেয় না। কিভাবে এমনটা হল তা খতিয়ে দেখার কথাও বলেছে তারা। 

পাশাপাশি যারা এই ওয়েবসাইট কাজে লাগিয়ে মাদক বিক্রির চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে অ্যামাজন। 

সূত্র: সংবাদ প্রতিদিন 

আরএমএ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি