ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় নিহত বেড়ে ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ২২ নভেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩০ জনের অধিক। এরইমধ্যে আটক করা হয়েছে অভিযুক্ত গাড়ি চালককে। 

স্থানীয় সময় রোববার (২১ নভেম্বর) বিকেলে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলউকি থেকে ২০ মাইল পশ্চিমে উয়াওকেশা শহরের জনাকীর্ণ একটি ক্রিসমাস প্যারেডে এই ঘটনা ঘটে। 

উয়াওকেশা শহরের পুলিশ প্রধান ড্যান থম্পসন জানিয়েছেন, ‘লাল রংয়ের একটি এসইউভি গাড়ি রোববার বিকেলে হঠাৎই জনাকীর্ণ ক্রিসমাস প্যারেডের উপরে উঠে যায়। এ ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।’

ঘটনাস্থলের পাশেই অবস্থিত ক্যারল ইউনিভার্সিটি। এ ঘটনার কারণে এখন বিশ্ববিদ্যালয় ও এর ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সবাইকেই যার যার স্থানে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আপাতত কোনো হুমকি নেই। তারপরেও উয়াওকেশা শহর ও এর আশপাশের এলাকার বাসিন্দাদেরকে বাড়িতে বা নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শই দিচ্ছে পুলিশ। সূত্র: রয়টার্স

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি