ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বুলগেরিয়ায় নার্সিংহোমে আগুন, নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ২৩ নভেম্বর ২০২১

বুলগেরিয়ার পূর্বাঞ্চলের একটি নার্সিং হোমে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন অন্তত ৯ জন। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রায়ক নামের একটি গ্রামের পুরনো একটি স্কুল ভবনকে নার্সিং হোমে রুপান্তর করা হয়েছিল। সেখানেই স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর আগুন লাগে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নার্সিং হোমটিতে ৫৮ জন ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। যার মধ্যে নয়জনের মৃত্যু হয়েছে। 

আগুন লাগার পর ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনের চারপাশে। এতে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরও ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

সূত্র: রয়টার্স 

এসবি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি