ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফ্রান্সের প্রধানমন্ত্রী করোনা পজিটিভ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ২৩ নভেম্বর ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি। সোমবার দেশটির প্রধানমন্ত্রীর দফতর থেকে এই তথ্য জানানো হয়। 

করোনার দুই ডোজ টিকাই নিয়েছেন জ্যঁ ক্যাসটেক্স। তারপরেও আক্রান্ত হলেন তিনি। 

সম্প্রতি বেলজিয়াম সফরে গিয়েছিলেন ক্যাসটেক্স। সেখানে তিনি বেলিজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সাজান্ডার দ্য ক্রোর সঙ্গে বৈঠক করেন। পরে ফ্রান্সে ফিরে ক্যাসটেক্স নিজের কন্যার করোনায় আক্রান্ত হওয়ার খবর পান। এরপরেই নিজের পরীক্ষা করান এবং করোনা পজিটিভ হন।

আগামী ১০দিন আইসোলেশনে থাকবেন জ্যঁ ক্যাসটেক্স। সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্বপালন করবেন তিনি। 

সম্প্রতি ইউরোপজুড়ে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ জন্য ইউরোপের দেশগুলোতে লকডাউনসহ করোনা বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। 

যদিও ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ বলছেন, করোনার সংক্রমণ রুখতে ফ্রান্সে কোনো নিয়মের প্রয়োজন নেই। কারণ দেশটির হেলথ পাস বিষয়ক নিয়মগুলো ইতোমধ্যেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অনেকটা সফল হয়েছে। তবে করোনার টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করতে চান ম্যাক্রোঁ

সূত্র: রয়টার্স

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি