ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে নিহত ৪৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ২৩ নভেম্বর ২০২১

বুলগেরিয়ার পশ্চীমাঞ্চলে একটি বাসে আগুন লেগে অন্তত ৪৫ জন মারা গেছেন। মঙ্গলবার সকালে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বাসটি দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। দগ্ধ ৭ জনকে এরইমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গেছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। মৃত্যুদের মধ্যে অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক। 

স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে বাসটিতে হাঠৎ আগুন ধরে যাওয়ার পর বাসটি কোনও কিছুর সঙ্গে ধাক্কা খেয়েছে। অথবা কোনও কিছুর সঙ্গে সংঘর্ষের কারণেই বাসটিতে আগুন ধরে গেছে। 

এই দুর্ঘটনার কারণ অনুসদ্ধান চলছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বয়কো রাশকভ। 

সূত্র: বিবিসি

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি