ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রীর জন্মদিন ভুললেই স্বামীকে জেলে যেতে হবে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ২৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বছর ঘুরেই ফিরে আসে জন্মদিন। মানুষ নানাভাবে জন্মদিন পালন করে। আবার অনেকের খবরই থাকে না। কিন্তু এক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর জন্মদিন ভুলে যায় তাহলে তাকে যেতে হবে জেলে।

এমনই আইন রয়েছে সামোয়া নামক দেশে। সেখানে শাস্তি দিয়ে স্বামীকে সংশোধনেরই চেষ্টা করা হয়। যাতে আগামি দিনে তিনি ওই ভুল আর না করেন।

প্রশান্ত মহাসাগরের হাওয়াই ও নিউজিল্যান্ডের মাঝে ছোট্ট দ্বীপদেশ এই সামোয়া। অপূর্ব সুন্দর এই দেশে রয়েছে কঠোর এই নিয়ম। স্ত্রীর জন্মদিন ভুলে গেলে এই দেশে স্বামীদের কপাল পোড়ে। সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া আইনত দণ্ডনীয়।

সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুললে হতে পারে জেলও। সামোয়ার আইন অনুযায়ী, কোনও স্বামী তার স্ত্রীর জন্মদিন ভুলে গেলে তা অপরাধ। স্ত্রী যদি পুলিশে এই নিয়ে অভিযোগ দায়ের করেন, তা হলে স্বামীর শাস্তি অবধারিত। শাস্তি দিয়ে আসলে তাকে সংশোধন করারই চেষ্টা করা হয়। যাতে আগামি দিনে তিনি আর ওই ভুল না করেন। সূত্র: জিনিউজ

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি