ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমের প্রস্তাবে ‘না’, স্কুলে যাওয়ার পথে খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ২৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলে যাওয়ার সময় দশম শ্রেণির এক ছাত্রীকে গলা কেটে খুন করল এক যুবক।

এই ঘটনা ঘটেছে ভারতের ফালাকাটার খলিসামারি এলাকায়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ওই ছাত্রীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার স্কুল যাওয়ার পথে খলিসামারি এলাকার বাসিন্দা অঙ্কিতা শীলের উপর হামলা চালায় স্থানীয় যুবক স্বপন বিশ্বাস। 

অঙ্কিতার বোন, অষ্টম শ্রেণির ছাত্রী নিতুর বক্তব্য, ‘‘গামছা দিয়ে দিদির মুখ চেপে ধরে স্বপন। এর পর ওকে রাস্তায় ফেলে দিয়ে একটা বড় দা দিয়ে কোপ মারতে থাকে।’’ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অঙ্কিতার। পুলিশ ঘটনাস্থল থেকেই স্বপনকে গ্রেফতার করেছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, স্বপন নামে ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন। এর আগেও অঙ্কিতাকে সে খুনের হুমকি দিয়েছিল বলে তার পরিবারের অভিযোগ। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে খলিসামারিতে। পাশাপাশি এমন কাণ্ড ঘটানোয় স্বপন নামে ওই যুবকের বিরুদ্ধে বিক্ষুব্দ হয়ে ওঠেছে স্থানীয় বাসিন্দাদের রোষ। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি