ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

পেরুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প, আহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ২৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১১:২২, ২৯ নভেম্বর ২০২১

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির উত্তরাঞ্চলে এই কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় সকাল ৫টা ৫২ মিনিটে দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩১ কিলোমিটার। 

শক্তিশালী এই ভূমিকম্পে ৭৫টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন দশ জন। ভূমিকম্পের ঘটনায় দক্ষিণ আমেরিকার এই অঞ্চলজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। 

এই ভূমিকম্পের কারণে পার্শ্ববর্তী দেশ ইকুয়েডরেও ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল পেরুর ছোট শহর সান্তা মারিয়া দ্য নিয়েভা থেকে ৯৮ কিলোমিটার পূর্বে। ওই এলাকাটি মূলত পেরুর আমাজন অঞ্চল এবং সেখানে আমাজনের আদিবাসী সম্প্রদায় বসবাস করে থাকে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ আগস্ট পেরুর মধ্য উপকূলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। শক্তিশালী সেই ভূমিকম্পে পাঁচশর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। 

সূত্র: সিএনএন 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি