ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

আজারবাইজানে সামরিক কপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ৩০ নভেম্বর ২০২১

হেলিকপ্টার বিধ্বস্তের চিত্র

হেলিকপ্টার বিধ্বস্তের চিত্র

আজারবাইজানে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্রশিক্ষণ ফ্লাইট চালনাকালীন হেলিকপ্টারটি ককেশাস অঞ্চলে বিধ্বস্ত হয়।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের সীমান্ত বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, "রাষ্ট্রীয় সীমান্ত বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছে ও দুজন আহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, নিহতরা সবাই সামরিক কর্মী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। 

আজারবাইজান ও প্রতিবেশী আর্মেনিয়ার মধ্যে গত বছর বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে তাদের ভাগকৃত সীমান্তে সবচেয়ে গুরুত্বর লড়াইয়ের দুই সপ্তাহ পরে এই ঘটনাটি ঘটল।

ছয় সপ্তাহের সেই যুদ্ধে সাড়ে ৬ হাজারেরও বেশি লোক প্রাণ হারায় এবং ২০২০ সালের নভেম্বরে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। চুক্তিটির ফলে ইয়েরেভেনকে কয়েক দশক ধরে নিয়ন্ত্রিত অঞ্চলের বিশাল অংশ ছেড়ে দিতে হয়।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি