ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গ্রীসে ষাটোর্ধ্বদের টিকা বাধ্যতামূলক, না নিলে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ২ ডিসেম্বর ২০২১

গ্রীসে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৬০ বছর এবং তার চেয়ে বেশি বয়সী মানুষদের জন্য টিকা বাদ্যতামূলক করা হয়েছে। যারা টিকা নেননি, তাদের জন্য জরিমানার ব্যবস্থা করা হয়েছে। যদিও এই সিদ্ধান্তে দেশটিতে নাগরিক অধিকার এবং স্বাধীনতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। 

গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস মন্ত্রীসভার জরুরি বৈঠকের পর জানান, সবচেয়ে ঝুঁকিতে পড়া নাগরিকদের রক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং এই সিদ্ধান্ত বাস্তবায়নে সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। 

নতুন নিয়ম অনুযায়ী, ৬০ বছরের বেশি বয়সী গ্রীকদের টিকা নিতে হবে অথবা ১১৩ ডলার জরিমানা দিতে হবে। আগামি মাস থেকে ঐ জরিমানা আরোপ এবং তা সংগ্রহ করার জন্য দেশটির কর কর্তৃপক্ষকে অনুমতি দেয়া হয়েছে।

গ্রীসে বুধবার সকাল পর্যন্ত ওমিক্রন প্রকরণে সংক্রমিত কোন রোগী সনাক্ত হয়নি। তবে সাম্প্রতিক সময়ে কিছু পদক্ষেপ নেওয়ার পরও কোভিড-১৯ এর সংক্রমণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ঐ পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, টিকা নেননি এমন মানুষদের রেস্তোরাঁ, ব্যায়ামাগার এবং থিয়েটারসহ যেকোনও জনসমাগমে প্রবেশে নিষেধাজ্ঞা। 

সূত্র: ভয়েজ অব আমেরিকা

এসবি 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি