ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ইসরায়েলের তেল আবিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২ ডিসেম্বর ২০২১

বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর এখন ইসরাইলের তেল আবিব। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেয়ায় শহরটি সবচেয়ে ব্যয়বহুল শহরে পরিণত হয়েছে।

বুধবার প্রকাশিত এক সমীক্ষার প্রতিবেদনে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট 'ইআইইউ' এই তথ্য প্রকাশ করেছে।  র‌্যাংকিং এ পাঁচ ধাপ এগিয়ে এবারে প্রথমবারের মত ইসরাইলের তেল আবিব সবচেয়ে ব্যয়বহুল শহর হিসাবে চিহ্নিত হয়েছে। 

১৭৩ টি শহরে পণ্য ও পরিষেবার মূল্যকে যুক্তরাষ্ট্রের ডলারের সঙ্গে তুলনা করে বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয়সূচকটি সংকলন করা হয়।

তেল আবিব সবচেয়ে ব্যয়বহুল শহরে পরিণত হওয়ার জন্য, ডলারের বিপরীতে ইসরাইলের মুদ্রা শেকেলের শক্ত অবস্থান এবং পরিবহন ও মুদির জিনিসপত্রের দাম বৃদ্ধি আংশিকভাবে দায়ী।

সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্যারিস ও সিঙ্গাপুর। এর পরে রয়েছে জুরিখ (তৃতীয়) ও হংকং (চতুর্থ)। নিউইয়র্ক সিটির অবস্থান ষষ্ঠ এবং জেনেভা রয়েছে সপ্তম স্থানে।

শীর্ষ ১০টি ব্যয়বহুল শহরের মধ্যে কোপেনহেগেন অষ্টম, লসএঞ্জেলেস নবম এবং জাপানের ওসাকা রয়েছে দশম স্থানে।

সূত্র: ভয়েজ অব আমেরিকা  

এসবি 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি