ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে ‘কাঁচা বাদাম’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৮:১৩, ২ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁচা বাদাম শিরনামে একটি গান ভাইরাল হয়েছে। গানটি একজন ফেরিওয়ালার। যিনি পথে পথে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করেন। গানটিতে ছন্দে ছন্দে বিভিন্ন জিনিসপত্রের বিনিময়ে কাঁচা বাদাম দেওয়ার কথা বলা হয়েছে। 

বিশেষ করে বাংলাদেশ ও ভারতের সোশ্যাল মিডিয়ায় এই গান এখন সয়লাব। অনেকের মতে, উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে এই গান এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষি মানুষের মুখে মুখে। 

 

জানা গেছে, ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টার নাম ভুবন বাদ্যকর। তিনি একজন বাদাম বিক্রেতা। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামে। সেখানে একটি মোটরসাইকেলের পেছনে বাদাম নিয়ে গ্রামে, বাজারে, বন্দরে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাদাম বেচেন। 

তবে ভাজা বাদাম বিক্রি করেন না ভুবন। তার কাছে পাওয়া সব বাদামই কাঁচা। আর শুধু টাকা দিলেই বাদাম মিলে না। বাড়ির অব্যবহৃত পুরনো যন্ত্রাংশ, নষ্ট মোবাইলের যন্ত্রাংশ, ব্যাটারি, হাঁসের পালক, মাথার চুল, সিটি গোল্ডের চেইন, দুল, চুড়ির মতো গহনার বিনিময়ে বাদাম দিয়ে থাকেন ভুবন।

আর এসব তথ্য গানে গানে বলে বেড়ান ভুবন, যা আজ ‘কাঁচা বাদাম’ গান হয়ে বিশ্বজুড়ে ভাইরাল। গানের কথাগুলো এমন - 'হাতের বালা, পায়ের চুরি, সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন, আজি সমান সমান বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম...’   

গানটির কথা, সুর ভুবন বাদ্যকরেরই। এর গায়কও তিনি। ভুবনের এই গানের কথায় ও সুরে মজেননি এমন মানুষ এখন হাতে গোনা। ফেসবুক, ইউটিউব, যোগাযোগ মাধ্যম খুললেই বেজে উঠছে এই গান।

রীতিমতো সেলিব্রিটি বনে গেছেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তাকে দেখতে ভিড় জমছে তার বাড়িতে। তিনি যখন যে গ্রামে বাদাম বিক্রি করতে যাচ্ছেন, সেখানেই তাকে দেখতে ভিড় করে আসছেন সাধারণ মানুষ। ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন ইতোমধ্যে। 

গান নিয়ে উচ্ছ্বাসিত ভুবন বলেন, ‘সবাই আমার গানটি দেখছে। দেখা হলে গানের প্রশংসা করছে। ভালোই লাগছে। গানটি আমিই লিখেছি, আমারই তৈরি। আমারই সুর, আমারই গলা। চিন্তাভাবনা করতে করতেই করেছি। বিগত ১০ বছর ধরে বাদাম বিক্রি করছি। আমি বাদাম বিক্রি করতে গিয়ে এই গান করি। সেই সময় কোনও একটি ছেলে সেই গান ক্যামেরা করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, কিন্তু আমি সেই ছেলেটিকে চিনি না। ভাইরাল হওয়ার পর আমার বিক্রিও অনেক বেড়েছে।’  

ভুবন বাদ্যকর জানালেন, ‘গান শুনে বহু মানুষই বাদাম কিনতে আসছেন। কেউ ৫ রুপির বাদাম কিনছেন, কেউ ১০ রুপির। বিক্রিবাটা ভালোই চলছে।’ আরও জানালেন, আগে পায়ে হেঁটে বাদাম ফেরি করতেন। কিছুদিন সাইকেলেও করেছেন। এখন ১৫ হাজার টাকা দিয়ে একটি ‘গাড়ি’ কিনেছেন। তাতে করেই বাদাম ফেরি করছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি