ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতিসংঘ ভবনের বাইরে বন্দুকধারী গ্রেফতার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ৩ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১২:৫২, ৩ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

জাতিসংঘ ভবনের চারপাশের রাস্তা বন্ধ করে উত্তেজনা ও স্থবিরতাপূর্ণ অবস্থানের পর নিউইয়র্ক পুলিশ বৃহস্পতিবার জাতিসংঘ ভবনের বাইরে একটি শটগানসহ এক ব্যক্তিকে আটক করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, ওই ব্যক্তি ভবনের একটি প্রধান প্রবেশ পথের সামনে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন।

ছবিতে দেখা যায় দুই ঘন্টার বেশী সময় ওই ব্যক্তি বন্দুক হাতে ফুটপাতে হাঁটছিলো। এ সময় সশস্ত্র পুলিশ তাকে ঘিরে রাখে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের এক মুখপাত্র বলেন, ‘এই ঘটনার জন্য একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

জাতিসংঘ এর আগে কর্মীদের বলেছিল যে, ‘এলাকাটি পুলিশ দিয়ে সুরক্ষিত এবং জাতিসংঘের কোন কর্মী বা সহযোগীদের আতঙ্কিত হবার কোন কারণ নেই।’ 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি