ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভারতে একদিনে আক্রান্ত ৮ হাজার ৬০৩ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ৪ ডিসেম্বর ২০২১

ভারতে এক দিনে ৮ হাজার ৬০৩ করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৩৬০ জন।

এদের মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯৭৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় শনিবার এ কথা জানায়।

মন্ত্রনালয় জানায়, একদিনে নতুন করে ৪১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৭০ হাজার ৫৩০ জন।

স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, ভারতে একটানা ১৬০ দিন ধরে করোনার দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচে রয়েছে। করোনার রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯৭৪ জন, যা মোট সংক্রমণের ০ দশতিক ২৯ শতাংশ এবং এই হার ২০২০ সালের মার্চের পর সর্বনিম্ন। এ সময় কভিড-১৯ পুনরুদ্ধারের হার ছিল ৯৮.৩৫ শতাংশ। ২৪ ঘন্টায় করোনা রোগী ২ জন কমেছে। দেশে এখন পর্যন্ত কভিড-১৯ ভ্যাকসিন প্রদান ১২৬ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি