ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিয়ের বাস নদীতে পড়ে প্রাণহানি ২১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ৪ ডিসেম্বর ২০২১

বিয়েতে যাওয়া গায়কদলের সদস্যদের বহনকারী একটি বাস নদীতে পড়ে যাওয়ার পর কমপক্ষে ২১ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার কেনিয়ার মুইংগি ইস্ট সাব-কাউন্টি এলাকার এ ঘটনায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

মুইংগি ইস্ট সাব-কাউন্টি পুলিশ কমান্ডার জোসেফ ইয়াকান বলেন, চালক একটি প্লাবিত সেতুর পাশ দিয়ে বাসটি চালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পানির তীব্র স্রোত গাড়িটিকে নদীতে ভাসিয়ে দেয়। এতে ওই প্রাণহানি ঘটে। যদিও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মুইংগি ক্যাথলিক চার্চের গায়কদলের সদস্যরা তাদের পুরুষ সহকর্মীর বিয়েতে যোগ দিতেই যাচ্ছিলেন। কিন্তু পথে কিতুই কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। সূত্র- এপি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি