ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিদ্রোহী ভেবে সাধারণ মানুষের ওপর হামলা, নাগাল্যান্ডে নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ৫ ডিসেম্বর ২০২১

ভারতের উত্তর-পূর্বঞ্চলের রাজ্য নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। 

রোববার ভোরে মিয়ানমার সীমান্তবর্তী নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, বিদ্রোহী ভেবে সাধারণ শ্রমিকদের উপর গুলি চালানো হয়েছে। যদিও নিরাপত্তা বাহিনীর ওপরে পাল্টা হামলা চালানোরও অভিযোগ উঠেছে।

তবে স্থানীয় গ্রামবাসীর দাবি নিহতরা নির্দোষ। প্রতিদিনের মতো তিরু থেকে কাজ শেষে পিক আপে করে ফিরছিলেন তারা। 

সেখানকার একটি কয়লা স্থাপনা থেকে পিক আপ ভ্যানে করে তারা নিজেদের গ্রামে ফিরছিলেন। সেই সময় গাড়ি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। পিক আপ ভ্যানে ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের (এনএসসিএন) বিদ্রোহীরা ছিল বলে ধারণা করেছিল নিরাপত্তা বাহিনী।

এদিকে এই ঘটনার পর বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। আত্মরক্ষার্থে অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা সদস্যরা আবারও গুলি চালায়। দু’পক্ষের সংঘাতে এক জওয়ান নিহত হয়েছেন বলেও জানা গেছে। এ ঘটনায় মন জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

একে দুঃখজনক ঘটনা অ্যাখ্যা দিয়ে রাজ্যের মুখমন্ত্রী নেফিউ রিও সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। 

সূত্র: সংবাদ প্রতিদিন 

এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি