ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাইডেন-পুতিন বৈঠক মঙ্গলবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ৫ ডিসেম্বর ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন। ইউক্রেন নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে তারা বৈঠকটি করতে যাচ্ছেন। 

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ খবর জানিয়ে বলেছেন, রাশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠক কতোক্ষণ চলবে তা দুই নেতাই ঠিক করবেন। 

এর আগে শুক্রবার বাইডেন বলেছেন, ইউক্রেনে যে কোন  হামলা চালানোর বিষয়টি রাশিয়ার জন্য তিনি খুবই কঠিন করে তুলবেন। 

ওয়াশিংটন ও কিয়েভ সূত্রে বলা হয়েছে, রাশিয়া আগামী মাসে ইউক্রেনে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে। কিন্তু রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি পশ্চিমাদের অপপ্রচার। 

মস্কো ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখলে নেয়। এরপর থেকেই কিয়েভে সংঘাতরত বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন জুগিয়ে আসছে। এ সংঘাতে ১৩ হাজারেরও বেশি লোক প্রাণ হারায়।

এদিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর পূর্ব ইউরোপের অধিকাংশ দেশ ন্যাটোতে যোগদানের প্রেক্ষিতে রাশিয়া এ অঞ্চলে এই জোটের সম্প্রসারণ বন্ধ করতে চায়। 

রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেনের প্রতি ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছাকাছি আসবে না বলে নিশ্চিয়তা দাবি করেছেন।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি