ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে গরম ছাই উদগীরণ, নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ৫ ডিসেম্বর ২০২১

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু আগ্নেয়গিরির উদগীরণে ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। 

উদগীরণের পর একটি খনিতে আটকা পড়া ১০ ব্যক্তিকে রোববার নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জাভা দ্বীপের সবচেয়ে উঁচু এই আগ্নেয়গিরি থেকে শনিবার উত্তপ্ত ছাই ও ধোঁয়ার বিশাল কুণ্ডুলি উদগীরণ হতে শুরু করে। তাতে পূর্ব জাভা প্রদেশের পার্বত্য গ্রামগুলো ছাইয়ে ঢাকা পড়ে, আতঙ্কিত লোকজন বাড়ি ছেড়ে সরে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদগীরণের কারণে লুমাজাং জেলার দুটি এলাকার সঙ্গে মালাং শহরের সংযোগকারী একটি সেতু বন্ধ হয়ে গেছে। বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

এই দুর্যোগে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুইজনকে শনাক্ত করা গেছে। আহত হয়েছেন অন্তত ৯৮ জন। এরইমধ্যে ওই এলাকা থেকে ৯০২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে এই উদগীরণের কারণে ফ্লাইট চলাচলে কোনও  প্রভাব পড়েনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে সেমেরু একটি। জাভা দ্বীপে ৩৬০০ মিটার উঁচু এ আগ্নেয়গিরি থেকে গত জানুয়ারিতেও উদগীরণ হয়েছিল, তবে তখন হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র: বিবিসি

এসবি 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি