ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

কোভিড মৃত্যুতে জর্ডানে হাসপাতাল প্রধানের কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২২:২০, ৫ ডিসেম্বর ২০২১

জর্ডানের হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে ১০ করোনা রোগীর মৃত্যুর ঘটনায় জর্ডানের একটি আদালত রোববার একটি রাষ্টায়ত্ত হাসপাতালের পরিচালককে তিন বছরের কারাদণ্ডের রায় দিয়েছে।

সল্ট স্টেট হাসপাতালের পরিচালক আবদেল রাজাক আল-খাশমান ও তার চার সহযোগীকে হাসপাতালের অক্সিজেন ফুরিয়ে যাওয়ার কারণে রোগীর মৃত্যুর ঘটনার জন্য দোষী সাব্যস্ত করা হয়।

এএফপির একজন সংবাদদাতা আদালতের রায়ের বিরুদ্ধে ১০ দিনের মধ্যে আপিল করা যাবে বলে জানিয়েছেন।

মার্চ মাসের ওই ঘটনা জর্ডানে জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। এর জেরে স্বাস্থ্যমন্ত্রী নাজির ওবায়দাত পদত্যাগে বাধ্য হন। ঘটনার পর কয়েক শ মানুষ হাসপাতালের বাইরে বিক্ষোভ করে। পরে বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ রাষ্ট্রায়ত্ত হাসপাতালটি পরিদর্শন করেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি