ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ডেনমার্কে দ্রুত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ৬ ডিসেম্বর ২০২১

ডেনমার্কে করোনার ‘ওমিক্রন’ ধরনে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে দ্রুত বাড়ছে। দেশটিতে গত ৪৮ ঘন্টায় করোনার এ ধরনে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়েছে।
 
দেশটিতে ওমিক্রনে নিশ্চিত আক্রান্তের সংখ্যা রোববার ১৮৩ জনে দাঁড়িয়েছে। ডেনমার্কের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানায়। 

শুক্রবার নিশ্চিত আক্রান্তের সংখ্যা ছিল ১৮ এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ছিল ৪২ জন। 

দ্য ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্টোল (ইসিডিসি) এর আগে নরওয়ে ও আইসল্যান্ডসহ পুরো ইউরোপে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৮২ বলে জানিয়েছিল। এ ধরন ইউরোপের ১৭টি দেশে ছড়িয়েছে বলেও ইসিডিসি জানায়। 

এদিকে ডেনমার্কের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এখন এমন লোকের মধ্যেও এই ধরনের সংক্রমণ দেখা যাচ্ছে যারা বিদেশে ভ্রমণ করেননি কিংবা ভ্রমণকারীদেরও সংম্পর্শে আসেননি। 

এ থেকে ধারনা করা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে অশনাক্ত কমিউনিটি ট্রান্সমিশন চলছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি