ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পছন্দের ব্লাউজ বানাতে ব্যর্থ দর্জি স্বামী, স্ত্রীর আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ৬ ডিসেম্বর ২০২১


বউয়ের আবদার ছিল পছন্দমতো ব্লাউজের ডিজাইন অনুসারে সেলাই করে দিতে হবে। দর্জি স্বামী নাকি তা করে দেননি। এই নিয়েই বিবাদ তুঙ্গে ! এক পর্যায়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী। 

শনিবার রাতে এমন ঘটনাই ঘটেছে ভারতের হায়দরাবাদে।  

৩৬ বছর বয়সী ওই নারীর স্বামী পেশায় দর্জি। জানা গেছে বউয়ের আবদার ছিল তার পছন্দমতো ব্লাউজের ডিজাইন অনুসারে সেলাই করে দিতে হবে। তা না দেওয়ায় দুজনের মধ্যে বাক বিতণ্ডা হয়। 

এক পর্যায়ে নাকি ওই নারী ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। পরে ঘর থেকে  ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানা গেছে।  

সূত্র: এবিপি আনন্দ

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি