ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের প্রতিরক্ষা প্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ৮ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৭:৫৯, ৮ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ভারতের তামিলনাড়ুর কুন্নুরে দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন অন্তত চার জন। জানা গেছে ওই হেলিকপ্টারেই ছিলেন ভারতের  চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ মোট ১৪ জন। 

নীলগিরির কালেক্টর জানিয়েছেন, দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলের মধ্যে সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। 

আবহাওয়া খারাপ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলেও ধারণা করা হচ্ছে। 

হেলিকপ্টারটি কোয়েম্বাটোর জেলার সুলুর থেকে তামিলনাড়ুর কুন্নুরের ওয়েলিংটন আর্মি সেন্টারের উদ্দেশ্যে যাত্রা করেছিল। 

যাত্রার দশ মিনিটের মাথায় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। পাহাড়ি এলাকায় ভেঙে পড়ায় এতে আগুন ধরে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এই দুর্ঘটনায় এরইমধ্যে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

সূত্র: আনন্দবাজার অনলাইন 

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি