ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বেঁচে আছেন প্রতিরক্ষা প্রধান, নিয়ে যাওয়া হলো হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ৮ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৯:৪৯, ৮ ডিসেম্বর ২০২১

ভারতের তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সেনা সর্বাধিনায়ককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। কপ্টারে বিপিন রাওয়াতের সঙ্গে ছিলেন তার স্ত্রী মধুলিকাও।

বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিপিন। তার স্ত্রীও সেনা সর্বাধিনায়কের সঙ্গেই ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

সেনার ওই কপ্টারে বিপিন-সহ মোট ১৪ জন ছিলেন। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারকাজ চলছে। কুন্নুরে গভীর জঙ্গলে ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। নীলগিরির কালেক্টর প্রাথমিক ভাবে জানান, কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। তবে পরে জানা যায়, ১১ জনের মৃত্যু হয়েছে। সূত্র: আনন্দবাজার

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি