ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কন্যা সন্তানের বাবা হলেন বরিস জনসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ১০ ডিসেম্বর ২০২১

কন্যা সন্তানের বাবা হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার কন্যা সন্তান হওয়ার কথা জানিয়েছে বরিস জনসনের অফিস। মা এবং মেয়ে দুজনেই ভালো আছেন।

গত মে মাসে সবাইকে জানিয়ে ক্যারির সঙ্গে থাকতে শুরু করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে ক্যারিকে তিনি বিয়ে করেননি। এই প্রথম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে কোনো প্রধানমন্ত্রী লিভ টুগেদার করছেন।

৩৩ বছরের ক্যারির সঙ্গে ৫৭ বছরের জনসন অবশ্য অনেক আগে থেকেই সময় কাটাচ্ছেন। গত বছর এপ্রিলে তাদের প্রথম পুত্র সন্তান হয়। এবার হলো কন্যা সন্তান।

বৃহস্পতিবার জনসনের অফিস এবং পরে জনসন নিজে জানিয়েছেন সুসংবাদ। বিবৃতিতে হাসপাতালকে ধন্যবাদ দেয়া হয়েছে। মা এবং মেয়ের স্বাস্থ্যের কথাও বলা হয়েছে।

এর আগে দুইবার বিয়ে করেছেন বরিস। তার কতজন সন্তান, তা নিয়ে সংবাদমাধ্যমে নানা আলোচনা ছিল। কিছুদিন আগে একটি মার্কিন সংবাদমাধ্যমকে বরিস নিজেই জানিয়েছেন যে, সব মিলিয়ে তার ছয় সন্তান। এবারে কন্যা সন্তান হওয়ায় সেই সংখ্যাটি সাতে পৌঁছালো।
ক্যারি অবশ্য এই নিয়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন।

সূত্র: ডয়েচে ভেলে

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি