ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দ.আফ্রিকায় ভাইরাস বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১০ ডিসেম্বর ২০২১

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরনের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর দেশটিতে কভিড-১৯ ল্যাব স্থাপনে সেখানে রাশিয়া ভাইরাস বিশেষজ্ঞদের পাঠানো হবে। খবর এএফপি’র

ক্রেমলিনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার নেতা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাপোশার সঙ্গে ফোনালাপকালে এ ল্যাব স্থাপনের প্রতিশ্রুতি দেন। তিনি এ সহযোগিতার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।

এতে আরো বলা হয়, ‘খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকায় ভাইরাস ও মহামারি বিশেষজ্ঞের পাশাপাশি মহামারি সংক্রান্ত একটি স্যানেটারি গবেষণাগার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী পাঠানোর ব্যাপারে একটি চুক্তি করেছে।’

দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রনে আক্রান্ত রোগি শনাক্ত  হয় এবং একই সঙ্গে বিশ্বব্যাপী করোনাভাইরাসের এ ধরনে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে দেখা যায়। সারাবিশ্বে ফের করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ক্ষেত্রে নতুন এ ধরন উদ্বেগ সৃষ্টি করেছে। ইতোমধ্যে বিশ্বের ৫৪টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি