ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুরকিনা ফাসো ও নাইজারের যৌথ অভিযানে ১শ’ সন্ত্রাসী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ১০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বুরকিনা ফাসো ও প্রতিবেশী দেশ নাইজারের সামরিক বাহিনী জানিয়েছে, ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সীমান্তে জিহাদিদের বিরুদ্ধে তাদের যৌথ সামরিক অভিযানে প্রায় একশ’ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। খবর এএফপি’র।

যৌথ এক বিবৃতিতে তারা জানায়, এ অভিযানে ‘প্রায় একশ’ সন্ত্রাসী নিহত এবং সন্দেহভাজন প্রায় ২০ জনকে আটক করা হয়েছে।’

অভিযান চলাকালে তারা জিহাদিদের দু’টি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। ঘাঁটি দু’টির একটি নাইজারের পশ্চিমাঞ্চলের কোকোলৌকৌতে এবং অপরটি বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলের ইরিতাগুইতে অবস্থিত।

এতে আরো বলা হয়, রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণে বুরকিনা ফাসোর চার সৈন্য প্রাণ হারিয়েছেন।

অভিযান চলাকালে উভয় পক্ষ সৈন্য মোতায়েন করে এবং এর পাশাপাশি ‘পর্যবেক্ষণ ও যুদ্ধবিমান’ আকাশে চক্কর দেয়।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি