ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহারাষ্ট্রে ওমিক্রন দাপট, মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ভারতের মহারাষ্ট্রে বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের সংক্রমক প্রজাতি ওমিক্রন। তাই শনিবার ও রবিবার ১৪৪ ধারা জারি করেছে রাজ্যের প্রশাসন। 

আরব সাগরের তীরের শহরটিতে জনগণ বা যানবাহনের সমাবেশ, মিছিল, সমাবেশ ইত্যাদি এখন নিষিদ্ধ। 

যারা এই নিয়ম লঙ্ঘন করবে তাদের ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা এবং অন্যান্য আইনি মোতাবেক শাস্তি দেওয়া হবে।

শুক্রবার মহারাষ্ট্রে সাত জন ওমিক্রন আক্রান্তের খবর মেলে। এপর্যন্ত ভারতে ২৫ জন নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 
   
ভারতের পাঁচটি রাজ্যে মোট ২৬ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। ৯ টি রাজস্থানে, ৩ টি গুজরাটে, ১১ টি মহারাষ্ট্রে, ২ টি কর্ণাটকে এবং ১টি ওমিক্রন সংক্রমণের ঘটনা ধরা পড়েছে দিল্লিতে। 

তারপরই মহারাষ্ট্র থেকে শুক্রবার  আরও ৬ টি নতুন ওমিক্রণ সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। 

সূত্র: এবিপি আনন্দ

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি