মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বিট কয়েনের খবর প্রচার
প্রকাশিত : ০৯:৩৭, ১২ ডিসেম্বর ২০২১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। শনিবার মধ্যরাতে হ্যাক করা অ্যাকাউন্ট থেকে লেখা হল, ‘দেশে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার বিট কয়েন কিনেছে। তা দেশবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হবে।’
এরপরই মোদীর টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। এ নিয়ে নেটমাধ্যমে শুরু হয়ে যায় জোর গুঞ্জন। বিষয়টি জানার পর তড়িঘড়ি করে নামেন দেশটির সাইবার বিশেষজ্ঞরা। পরে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
ভারতের পিএম কার্যালয় থেকে টুইট করে লেখা হয়, ‘অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়। টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে ওই অ্যাকাউন্ট থেকে যেসব টুইট করা হয়েছে, তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’
অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর ওই সময়ের মধ্যে করা বেশিরভাগ টুইট মুছে দেওয়া হয়েছে। কিন্তু ততক্ষণে ওইসব টুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। ‘হ্যাশট্যাগ হ্যাকড’-ও ট্রেন্ডিং হতে শুরু করে।
রোববার সকাল পর্যন্ত মোদীর টুইটার হ্যাক করার পিছনে কারা জড়িত তাদের শনাক্ত করা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: আনন্দবাজার
এএইচ/
আরও পড়ুন