ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

আমিরাত সফরে ইসরাইলের প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ১৩ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২০:০৫, ১৩ ডিসেম্বর ২০২১

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান এবং দেশটির যুবরাজ ও দুবাইয়ের শাসক জায়েদ আল নাহিয়ান তাকে স্বাগত জানান।

পরে ইসরাইলের প্রধানমন্ত্রী যুবরাজ জায়েদ আল-নাহিয়ানের ব্যক্তিগত প্রাসাদে তার সঙ্গে বৈঠক করেন। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের এক বছর পর ইসরাইলের প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করলেন।

বেনেট বলেন, তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। আমি আমিরাত আসতে পেরে খুবই উত্তেজিত এবং আনন্দিত। আমরা দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই। তিনি জানান, তার সফরের লক্ষ্য, দুই দেশের মধ্যে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো। তার দাবি, এখন দুই দেশের মধ্যে যে সম্পর্ক আছে, তা খুবই ভালো। সেই সম্পর্ককে আরো জোরালো ও উষ্ণ করতে হবে।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পর গত ১৪ জুলাই আরব আমিরাত তেল আবিবে নিজেদের দূতাবাস খুলেছে।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সংযুক্ত আরব আমিরাত সফরের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের একটি ইসলামী সংগঠন। এই সফরকে ফিলিস্তিনি জাতির প্রতি আমিরাতের বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে সংগঠনটি।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি