ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

শ্রীনগরে পুলিশের গাড়িতে হামলায় নিহত ২, আহত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ১৩ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২১:৩৯, ১৩ ডিসেম্বর ২০২১

ভারতীয় নিরাপত্তা বাহিনী

ভারতীয় নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পুলিশের গাড়িতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে বলেই জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

কাশ্মীর জোন পুলিশের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, শ্রীনগরের পান্থা চক এলাকার জিওয়ানের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ১৪ জন পুলিশ কর্মকর্তা আহত হন। তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দুই জনের মৃত্যু হয়। 

নিহতদের মধ্যে একজন অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। অপরজন কর্মরত ছিলেন সিলেকশন গ্রেড কনস্টেবল হিসেবে।

এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে বলেই জানিয়েছে পুলিশ। সূত্র- এনডিটিভি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি