ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ১৪ ডিসেম্বর ২০২১

ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গারা এলাকায় ৭ দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ সোমবার সকালে এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। 
ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৭ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৩ ছিল বলে জানানো হয়েছে।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই ভূমিকম্পের কারণে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটার উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

সূত্র: সিএনএন 

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি