ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জোর করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলেন স্ত্রী! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ১৪ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৭:১০, ১৪ ডিসেম্বর ২০২১

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্ত্রীকে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করছিলেন। সেই রাগেই স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের টিকমগড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার এক ব্যক্তি টিকমগড় থানায় আসেন। তার দাবি, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী আচমকাই তার উপর হামলা চালান।

ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত ৭ ডিসেম্বর। টিকমগড় থানার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ত্রিবেন্দ্র ত্রিবেদী জানিয়েছেন, ২০১৯-এ ওই দম্পতির বিয়ে হয়েছিল। কিন্তু তাদের মধ্যে নিত্য অশান্তি লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানিয়েছেন। তার পর থেকে স্বামী-স্ত্রী দু’জনে আলাদা থাকতেন। যদিও বিষয়টি পরে মিটমাট হয়ে যাওয়ায় তারা ফের একসঙ্গে থাকতে শুরু করেন।

কিন্তু এত পরে অভিযোগ জানালেন কেন? এ প্রসঙ্গে ওই ব্যক্তি পুলিশের কাছে দাবি করেছেন, ঘটনার পর অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। ছাড়া পাওয়ার পর তিনি অভিযোগ দায়ের করতে এসেছেন।

পুলিশ জানিয়েছে, সঠিক ঘটনাটি কী তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে একটি মামলা রুজু করা হয়েছে। সূত্র: আনন্দবাজার

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি