ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাইতিতে গ্যাস ট্রাক বিস্ফোরণে নিহত ৬২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ১৫ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

হাইতিতে ভয়াবহ গ্যাস ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অনেক মানুষ। দারিদ্র্যপীড়িত ক্যারিবীয়  দেশটিতে বিস্ফোরণের পরপরই আশেপাশের বিভিন্ন ভবনে আগুন ধরে যায়। খবর এএফপি’র।

মঙ্গলবার হাইতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্যাপ-হাইতিয়েন নগরীতে এ বিস্ফোরণ ঘটে। 

প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, স্থানীয় একটি হাসপাতালে আহতদের কয়েক জনের সাথে সাক্ষাতের পর তার হৃদয় ভেঙ্গে গেছে। 

পরে এক টুইটার বার্তায় বলেন, ‘এ মর্মান্তিক পরিস্থিতি মোকাবেলায় জরুরি তহবিল ছাড় দেয়া হয়েছে।’

ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পেয়েছি।’ তিনি আরও জানান, সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ পার্শ্ববর্তী ভবনগুলোতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

আলমোনোর জানান, এ ভয়াবহ গ্যাস ট্রাক বিস্ফোরণে ওই এলাকার প্রায় ৪০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে এসব ঘরবাড়ির অভ্যন্তরে কেমন সংখ্যক লোকজন রয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

এ দুর্ঘটনায় আহত রোগিদের ভিড়ে জাস্টিয়েন ইউনিভার্সিটি হাসপাতাল একেবারে ভরে গেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি