ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হংকংয়ে ৩৮ তলা ভবনে আগুন, তিন শতাধিক মানুষ আটকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ১৫ ডিসেম্বর ২০২১

হংকংয়ের একটি ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ৩৮ তলা ওই ভবনটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হিসেবে পরিচিত। এ ঘটনায় ভবনটির ছাদে ও অন্যান্য অংশে আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ।

স্থানীয় সময় বুধবার দুপুরে এই আগুনের সূত্রপাত হয়। 

চীনের একটি গণমাধ্যম বলছে, ৩৮ তলা বিশিষ্ট সুউচ্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনটি হংকংয়ের কজওয়ে বে এলাকার গ্লৌসেস্টার রোডে অবস্থিত। 

এ ঘটনায় ষাটোর্ধ্ব একজন বৃদ্ধাকে অর্ধ-চেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট ধোয়ায় শ্বাসকষ্টে তিনি অসুস্থ হয়ে যান। এছাড়া আরও ৩ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে শোনা যাচ্ছে।

এদিকে আগুন লাগার পর ভবনের ছাদে তিন শতাধিক মানুষ আটকা পড়েছেন। এছাড়া বিভিন্ন দোকানের ক্রেতা এবং দুপুরের খাবারের জন্য ভবনের রেস্টুরেন্টে যাওয়া ব্যক্তিরাও আটকা পড়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং আটকে পড়াদের উদ্ধার করতে কাজ করছে দমকল কর্মীরা।

হংকং প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে আনতে দু’টি ওয়াটার জেটের মাধ্যমে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি