ফিলিপাইনে আঘাত হানবে শক্তিশালী টাইফুন ‘রাই’
প্রকাশিত : ১১:৫২, ১৬ ডিসেম্বর ২০২১
ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘রাই’। সামুদ্রিক ঝড়টি এরইমধ্যে ক্যাটাগরি ৪ বাতাসের গতিবেগের শক্তি সঞ্চয় করেছে। ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।
অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এলাকা এবং সংযুক্ত কেন্দ্রীয় অংশে আঘাত হানবে ‘রাই’। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ২০৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
এদিকে ঝড়টি ফিলিপাইন উপকূলে এগিয়ে আসায় আশপাশ থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। এরইমধ্যে গতিপথে থাকা অন্তত ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ও তীব্র বাতাস শুরু হয়েছে। বাতিল করা হয়েছে বিভিন্ন ফ্লাইট। লোকজনকে সমুদ্র ভ্রমণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
চলতি বছর ফিলিপাইনে আঘাত হানতে যাওয়া এটি ১৫তম ঝড়, যা সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে দেশটির বায়ুমণ্ডলীয়, ভূ-ভৌতিক এবং জ্যোতির্বিদ্যা পরিষেবা প্রশাসন।
দক্ষিণ-পূর্ব এশীয়ার দেশটি ৭ হাজার ৬শরও বেশি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ, বছরে প্রায় ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দেখে, যার ফলে বন্যা এবং ভূমিধস হয়।
সূত্র: এনডিটিভি, রয়টার্স
আরও পড়ুন