ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাওয়াতের স্থানে সিওএসসি চেয়ারম্যান নারাভানে, সিডিএস পদেও কি তিনি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ১৬ ডিসেম্বর ২০২১

ভারতের প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত অনেক পদেই ছিলেন নিজ কার্যকালে। তার অকাল প্রয়াণে সিডিএস সহ একাধিক পদ তাই এখন খালি। সেই পদগুলির মধ্যেই অন্যতম হল চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের পদটি। এই কমিটি তিন বাহিনীর প্রধানদের নিয়ে তৈরি। আগে এই পদের চেয়ারম্যান পদে ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। এবার সেই পদে বসলেন সেনা প্রধান জেনারেল  মনোজ মুকুন্দ নারাভানে। প্রসঙ্গত, দেশটির পরবর্তী সিডিএস পদের দৌড়েও এগিয়ে জেনারেল নারাভানে। 
 
দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এবং নৌসেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার যথাক্রমে ৩০ সেপ্টেম্বর এবং ৩০ নভেম্বর দায়িত্ব নিয়েছেন।

এদিকে সেনা প্রধান হিসেবে জেনারেল নারাভানের মেয়াদ আর কয়েক মাস বাকি। এই আবহে রাওয়াতের প্রয়াণের পর চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের পদে বসানো হল তাকে। 

অনেকের মতে, এই নিয়োগই ইঙ্গিত যে সম্ভবত জেনারেল নারাভানেকেই পরবর্তী সিডিএস করা হবে।  

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনীর মিগ-১৭ ভি৫ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে  দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ১৪ জনের মৃত্যু হয়। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি