ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হাইতিতে জ্বালানি ট্রাক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ১৬ ডিসেম্বর ২০২১

হাইতির উত্তরাঞ্চলীয় শহর ক্যাপ-হাইটিয়েনে একটি জ্বালানি ট্যাঙ্কার ট্রাকের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ এ পৌঁছেছে।

মঙ্গলবার ভোরে হাইতির দ্বিতীয় বৃহত্তম শহরে একটি মোটরবাইককে বাঁচাতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা সেটি থেকে জ্বালানি নিতে ছুটে যান। আর ঠিক সে সময়ে বিস্ফোরণ হয়। এ কারণে বিস্ফোরণটি আরও প্রাণঘাতী হয়ে ওঠে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকেই ৬১ জনের মৃতদেহ উদ্ধার করেন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয় বলে জানান হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর ক্যাপ-হাইতিয়ানের প্রধান হাসপাতালের এক পরিচালক।

সোমবার রাতের ওই বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি বাড়ির সামনের অংশ ও অনেকগুলো দোকানও পুড়েছে।

দুর্ঘটনার সময় চালক স্থানয়িদের গাড়িটির কাছে যেন না যায় সেজন্য সতর্ক করেছিল। কিন্তু তারা শোনেনি। 

মঙ্গলবার হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি ক্যাপ-হাইতিয়ান শহরের প্রধান হাসপাতালে বিস্ফোরণে আহতদের দেখতে যান, তাদের চিকিৎসায় সরকারি সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এ ঘটনায় দেশটি বুধবার থেকে তিনদিনের শোকও পালন করছে।

সূত্র: রয়টার্স

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি