ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় নৌকা ডুবিতে ১৬ অভিবাসীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১৬ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় একটি নৌকা ডুবে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। অনুসন্ধান ও উদ্ধার দলের সদস্যরা সমুদ্র উপকূলে ইন্দোনেশিয়ার আরো পাঁচ অভিবাসীর লাশ পাওয়ায় এ সংখ্যা বেড়ে যায়। খবর এএফপি’র।

দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের সমুদ্র উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বুধবার নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। তারা অবৈধভাবে প্রতিবেশি দেশ মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা  করেছিল।

কোস্টগার্ড জানায়, দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে টহলরত সৈন্যরা সমুদ্র উপকূল থেকে ১১ জনের লাশ উদ্ধার করে। তারা বৃহস্পতিবার আরো তিন পুরুষ ও দুই নারীর লাশ উদ্ধার করে।

দুর্ঘটনায় এখনো ২০ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ তাদের সন্ধানে নৌযান ও বিমানের সাহায্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। দুর্ঘটনায় ১৪ জন প্রাণে বেঁচে গেছেন এবং তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি