ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

ইন্দোনেশিয়ার সেমেরুতে আবারও অগ্নুৎপাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ১৭ ডিসেম্বর ২০২১

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু আগ্নেয়গিরিতে আবারও ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার আকাশে ছাইয়ের বিশাল ঢেউ ছড়িয়ে পড়ার পর অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

জাভা দ্বীপের এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে চলতি মাসের শুরুর দিকে কমপক্ষে ৪৮ জনের প্রাণহানি ঘটে। এছাড়া ছাই-ভস্মের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকারী কর্মীরা কাদা এবং আগ্নেয়গিরির ধ্বংসাবশেষে খনন কাজ করার সময় বৃহস্পতিবার অগ্নুৎপাত শুরু হয়েছে। চূড়া থেকে সাড়ে ৪ কিলোমিটার দূরে পৌঁছেছে আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ। সর্বশেষ অগ্ন্যুৎপাতের কারণে উদ্ধারকর্মীরা তাদের তৎপরতা স্থগিত করতে বাধ্য হয়েছেন।

বৃষ্টির কারণে আগুনের শিখা গ্রামের দিকে ধেয়ে আসছে, এ অবস্থায় উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা খুবই বিপজ্জনক বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

বৃহস্পতিবারের অগ্নুৎপাতে কোনো হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে সেমেরু আগ্নেয়গিরির আশপাশের গ্রাম থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। 

জাভা দ্বীপের সবচেয়ে উঁচুতে অবস্থিত সেমেরু আগ্নেয়গিরি। এর আগে, গত জানুয়ারিতেও এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে। তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি