ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জাপানে বহুতল ভবনে আগুন, ২৭ মৃত্যুর শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ১৭ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১১:২৬, ১৭ ডিসেম্বর ২০২১

জাপানের ওসাকা নগরীর একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২৭ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানায়, শুক্রবার সকালে ওসাকা শহরের একটি শপিং এবং বিনোদন এলাকার একটি আটতলা ভবনের চতুর্থ অথবা পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।

১০টা ৪৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়েও ফেলেন তারা। পরে ভবনটি থেকে আশঙ্কাজনক অবস্থায় ২৭ জনকে উদ্ধার করা হয়। তাদের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি 

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি