ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নেদারল্যান্ডসে লকডাউন, বড়দিনে গণজমায়েত বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ১৯ ডিসেম্বর ২০২১

করোনার ওমিক্রন ধরনের ধাক্কা রুখতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। স্থগিত করা হয়েছে বড়দিনের সব গণজমায়েত। স্কুল, বার, রেস্তেোরাঁ, জরুরি নয় এমন দোকানপাট- সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট এ নির্দেশনা জারি করেছেন। রোববার থেকে জানুয়ারি মাসের প্রথম পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

এতে ঘরের বাইরে সর্বোচ্চ দুই জন এক সঙ্গে চলাচল করতে পারবেন। 

গবেষকদের ধারণার চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, তাই সতর্কতা হিসাবে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। 

শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে ওমিক্রন ধরনটি ডেল্টার চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। দেড় থেকে দিন দিনের মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে বলেও জানাচ্ছে সংস্থাটি। 

উল্লেখ্য, গত ২৪ নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার নতুন এই ধরনটি শনাক্ত হয়। এর পর থেকে মাত্র তিন সপ্তাহের কিছু বেশি সময়ে বিশ্বের ৮৯টি দেশে করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি