ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

ফিলিপাইনে রাইয়ের তাণ্ডবে মৃত্যু বেড়ে ২০৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ২০ ডিসেম্বর ২০২১

ফিলিপাইনে সুপার টাইফুন রাইয়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে এ পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে ২০৮ জনে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৫২ জন।

ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগ নিয়ে আঘাত হানা টাইফুন রাইকে ফিলিপাইনের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতি ও শুক্রবার সুপার টাইফুন রাই ফিলিপাইনের দক্ষিণ-পূর্বাঞ্চলে তাণ্ডব চালায়। এতে তিন লাখের বেশি মানুষ উপদ্রুত অঞ্চল ছেড়ে নিরাপদ এলাকায় আশ্রয় নিতে বাধ্য হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, তিন দিন পরও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে না। এখনও বহু এলাকায় ধ্বংসস্তূপ রয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) দুর্যোগকালীন পরিস্থিতিতে ত্রাণ হিসেবে ২০ মিলিয়ন সুইস ফ্রাঙ্কের তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে।

ফিলিপাইন রেড ক্রসের প্রধান রিচার্ড গর্ডন বলেন, উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বাড়ি, হাসপাতাল, স্কুল, সরকারি ভবন গুঁড়িয়ে গেছে।

অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য হাজার হাজার সামরিক, উপকূলরক্ষী এবং দমকলকর্মীকে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করেছে সরকার।

এদিকে, ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে দুর্গত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি ঘূর্ণিঝড় আঘাত হানে। দেশটিতে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বেশিরভাগ টাইফুন আঘাত হানে। ‘রাই’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী টাইফুনগুলোর একটি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি