ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কলকাতা পৌর ভোট: বহু এগিয়ে তৃণমূল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২১ ডিসেম্বর ২০২১

কলকাতা পৌর নির্বাচনে জয়ের ধারা বজায় রাখল তৃণমূল কংগ্রেস। দুপুর ১২টা পর্যন্ত গণনায় ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩২টিতে এগিয়ে রয়েছে মমতার দল। বিরোধী দলশূন্য এই ভোট সম্পূর্ণ তৃণমূলের পক্ষেই, গণনার ধারাও বলছে, তৃণমূলের জয় নিশ্চিত। তবে ভোটের ফলাফল এখনো সম্পূর্ণ নয়। 

দুপুর ১২টা পর্যন্ত সবশেষ ফলাফলে তৃণমূল কংগ্রেসের ১৩২টির বিপরীতে বিজেপি এগিয়ে রয়েছে মাত্র ৫টি ওয়ার্ডে। এছাড়া বামফ্রন্ট ২, কংগ্রেস ২ এবং অন্যরা এগিয়ে রয়েছে ৩টিতে।

এমন ফল সামনে আসার পর বিজেপিসহ বিরোধীরা অভিযোগ করেছে, ভোট লুট করা হয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে।

তবে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, নাচতে না জানলে উঠান বাঁকা। মানুষ বিরোধীদের ভোট দেয়নি।

সূত্র: আনন্দবাজার অনলাইন 

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি