ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ওমিক্রনে হাসপাতালে ভর্তির হার সর্বোচ্চ ৭০ শতাংশ কম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২৪ ডিসেম্বর ২০২১

মহামারি করোনাভাইরাসের আগের শক্তিশালী ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির ঝুঁকি সর্বোচ্চ ৭০ শতাংশ কম বলে বৃহস্পতিবার যুক্তরাজ্যের একটি সরকারি সংস্থা জানিয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) দেশে ওমিক্রন আক্রান্ত রোগীদের নিয়ে তাদের সর্বশেষ গবেষণা প্রতিবেদনে বলা হয়, ওমিক্রনে আক্রান্ত কোনো ব্যক্তির ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় হাসপাতালের জরুরি বিভাগে যাওয়ার হার ৩১ থেকে ৪৫ শতাংশ এবং ভর্তির হার ৫০ থেকে ৭০ শতাংশ কম রয়েছে।

তবে এ ব্যাপারে সতর্ক করে বলা হয়, এ ফলাফল ‘প্রাথমিক ও খুবই অনিশ্চিত।’ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এমন কম সংখ্যক রোগির নমুনার ওপর ভিত্তি করে তারা এ প্রতিবেদন তৈরি করেছে।

এতে বলা হয়, ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এমন ১৩২ জনের নমুনা সংগ্রহ করে এ গবেষণা তৈরি করা হয়। তাদের ৪০ শতাংশের বেশি লন্ডনের বিভিন্ন হাসপাতালের রোগী।

এদের মধ্যে ১৭ জন ভ্যাকসিনের বুস্টার ডোজ এবং ৭৪ জন দুই ডোজ টিকা নিয়েছেন ও ২৭ জন কোন টিকা নেননি।

ব্রিটেনের আগের দু’টি জরিপেও দেখা যায় ওমিক্রনে আক্রান্ত রোগিদের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগিদের তুলনায় হাসপাতালে ভর্তির হার কম।

সূত্র: এএফপি
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি