ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিমানে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বহনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৯ জুন ২০১৭ | আপডেট: ১২:২৭, ২৯ জুন ২০১৭

এবার বিশ্বের শতাধিক দেশ থেকে আসা বিমানে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বহনের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বুধবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জন কেলি এই ঘোষণা দেন। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, ওইসব দেশ থেকে আসা বিমানে যাত্রীদের যেকোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বহনের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতেই নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এরআগে গেল মার্চে ৮ মুসলিম দেশ থেকে আসা বিমানে ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি