ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

যুক্তরাজ্যে করোনা সংক্রমের নতুন রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ২৪ ডিসেম্বর ২০২১

যুক্তরাজ্যের প্রাত্যহিক হিসেবে করোনায় আক্রান্তের ফের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমন বেড়ে যাওয়ায় এ রেকর্ড হলো। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার নতুন রেকর্ডের কথা জানায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১১৯,৭৮৯ জন কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রথম বারের মতো এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যাওয়ার এক দিন পর এ রেকর্ড সৃষ্টি হলো। ওই দিন আক্রান্ত রোগির সংখ্যা ছিল ১০৬,১২২ জন।

ইউরোপে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম হচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৪৭,৭২০ জনে দাঁড়িয়েছে।

জাতীয় পরিসংখ্যান দপ্তর জানায়, ১৬ ডিসেম্বর সপ্তাহান্তে যুক্তরাজ্যের বিভিন্ন পরিবারের প্রায় ১৪ লাখ মানুষ কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়। ২০২০ সালের গোড়ার দিকে ছড়িয়ে পড়া এ মহামারি চলাকালীন সময়ে এ সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে, বিশেষ করে লন্ডনের হাসপাতালগুলোতে ভর্তির সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যদিও আগের ঢেউয়ের তুলনায় তা অনেক কম।

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভেদ বলেন, তা সত্ত্বেও এ ক্ষেত্রে কিছু আশার বানী রয়েছে। আর তা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগির হাসপাতালে ভর্তির হার কম। ব্রিটেনের দু’টি গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি