ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কৃষ্ণাঙ্গ খুনে দোষী সাব্যস্ত শ্বেতাঙ্গ নারী পুলিশ কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ২৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৩:১১, ২৫ ডিসেম্বর ২০২১

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কিম্বারলি পটার

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কিম্বারলি পটার

Ekushey Television Ltd.

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মিনিয়াপোলিসের শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক শভিন। সেই মিনিয়াপোলিস শহর থেকে সামান্য দূরে আরেক কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার দায়ে এবার দোষী সাব্যস্ত হলেন এক শ্বেতাঙ্গ নারী পুলিশ কর্মকর্তা।

শুক্রবার মিনেসোটা প্রদেশের আদালতের ১২ সদস্যের জুরি পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেন। আদালত জানিয়েছে, পুলিশ ব্যাজের অবমাননা করেছেন ওই শ্বেতাঙ্গ পুলিশ অফিসার।

প্রথম ও দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগ রয়েছে কিম্বারলি পটার নামে ওই অফিসারের বিরুদ্ধে। আগামী ফেব্রুয়ারিতে এই মামলার সাজা ঘোষণা করবেন বিচারক। শোনা যাচ্ছে, কিম্বারলির সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে।

ঘটনাটি এ বছরের এপ্রিলের। ডন্টে রাইট নামে কুড়ি বছরের ওই কৃষ্ণাঙ্গ যুবককে ট্রাফিক সিগন্যালে গুলি করেছিলেন ৪৯ বছরের কিম্বারলি। যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল, রাইটের গাড়ির নম্বর প্লেটের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। এছাড়া তার গাড়ির রিয়ারভিউ মিররে ঝুলছিল এয়ার ফ্রেশনার, যা অবৈধ।

পুলিশ কর্মকর্তা কিম্বারলি আদালতকে জানিয়েছেন, তিনি রাইটকে দাঁড়াতে বললে ওই যুবক পালানোর চেষ্টা করেন। তারপরেই হুঁশিয়ারি দেন যে তিনি গুলি চালাবেন।

এর কিছুক্ষণের মধ্যেই নিজের হ্যান্ডগান থেকে গুলি চালান কিম্বারলি। মৃত্যু হয় ওই যুবকের। রাইটের মৃত্যুর পরেই এই ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ করেন মিনেসোটা প্রদেশের মানুষ।

নিহতের পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘‘আমরা খুশি, অন্যায়ভাবে আমাদের পরিবারের সন্তানকে খুন করা হয়, আমেরিকার সমাজে তার যথাযথ বিচার হয়েছে।’’ 

আদালতের রায়কে স্বাগত জানিয়েছে দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নও।

এদিকে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা যাতে নিজের পরিবারের সঙ্গে বড়দিন পালন করতে পারেন, আদালতের কাছে তাই জামিনের আর্জি জানিয়েছিলেন তার আইনজীবী। কিন্তু বিচারক রেজিনা চু সেই আর্জি খারিজ করে দেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি