ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফ্রান্সে একদিনে ১ লাখের বেশি করোনা শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ২৬ ডিসেম্বর ২০২১

ফ্রান্সে ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে, যা মহামারিকালে সর্বোচ্চ। সংক্রমণের এই পরিস্থিতি নিয়ে শঙ্কায় দেশটির সরকার।

এরইমধ্যে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা শুরু করছেন।

এদিকে এক দিনে ইতালিতে ৫০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪ হাজার ৭৬২ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৫৯৯ জন শনাক্ত হয়। শুক্রবার ইতালিতে করোনায় মারা গেছেন ১৪৪ জন।

শনিবার পোপ ফ্রান্সিস করোনা থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন। তিনি গরিবদের ভ্যাকসিন নিশ্চিত করা এবং সবার জন্য চিকিৎসা সুবিধা দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।ৱ

ওমিক্রনের সংক্রমন রোধে বড়দিনের ছুটির মাঝেই বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন দেশের যাত্রীরা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি