ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

কঙ্গোয় বড়দিনের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২৬ ডিসেম্বর ২০২১

কঙ্গোর পূর্বাঞ্চলের শহর বেনির একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।শনিবারের এই হামলার সময় রেস্তোরাঁটির ভেতরে বহু মানুষ বড়দিন উদযাপন করছিলেন।

জানা গেছে অনুষ্ঠান চলার সময় একজন রেস্তোরাঁয় ঢুকতে চাইলে, পুলিশে তাকে বাধা দেয়। ঠিক এমন সময় রেস্তোরাঁর প্রবেশপথেই ওই ব্যক্তির সঙ্গে থাকা বোমা বিস্ফোরণ হয়। এতে ওই ব্যক্তিসহ আরও অন্তত পাঁচ জনের মৃত্যু হয়। 

হামলায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছে, যাদের চিকিৎসা চলছে।  

প্রাণঘাতী এই হামলার জন্য কর্মকর্তারা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায় দিচ্ছেন।

তবে কোনো গোষ্ঠীই এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি সেখানে বসে ছিলাম। একটি মোটরবাইক পার্ক করা ছিল, হঠাৎই সেটি শূন্যে উঠে গেল আর তারপর কানফাটা আওয়াজ”।

বিস্ফোরণের পর ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে জরুরি অবস্থার জন্য দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্মকর্তা শহরটির সব বাসিন্দাকে নিজেদের নিরাপত্তার স্বার্থে ঘরে ফিরে যেতে আহ্বান জানান।

সাম্প্রতিক মাসগুলোতে বেনিতে ইসলামপন্থি জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এডিএফের একের পর এক হামলা থামাতে নভেম্বরে ডিআর কঙ্গো ও উগান্ডার বাহিনী জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে যৌথ অভিযানে নামে।

সূত্র: সিএনএন, আল জাজিরা 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি